Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্য অধিদপ্তর: রোজা রেখে টিকা নেওয়া যাবে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চলছে

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৪:৪৬ পিএম

রোজা রেখে টিকা নিতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার ( ১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের  সংবাদ সম্মেলনে একথা বলে তিনি 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “রোজা রেখে টিকা নেওয়া যাবে কিনা এ প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। সবাইকে জানাতে চাই, রোজা রেখে টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনও বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চলছে।”

মহামারিকালে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচি সর্ম্পকে মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির জন্য নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হয়নি। এ কর্মসূচির মধ্যে ০ থেকে এক বছরের মধ্যে সব শিশুদেরকে ১০টি রোগের টিকা দেওয়া হয়। এই কর্মসূচি কোভিড পরিস্থিতিতে চলমান রয়েছে।

তিনি বলেন, গতকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জনকে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে সাত লাখ ৩৩ হাজার ১৭৫ জনকে।

About

Popular Links