Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে মারা গেছেন শিল্পপতি মাহমুদ আলী

ব্যবসার পাশাপাশি রাজনীতিতে জড়িত মাহমুদ আলী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১২:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাহমুদ আলী রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান জানান, শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন মাহমুদ আলী রাতুল। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। 

গত শুক্রবার বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন তিনি।

মাহমুদ আলী রাতুল তার নিজ উপজেলা হাতিয়ায় অসংখ্য স্কুল, কলেজ ও ধর্মীয় অবকাঠামো প্রতিষ্ঠান করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ মোস্তফা আলী দুলালের ছোট ভাই তিনি। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About

Popular Links