পাবনার আটঘরিয়া উপজেলায় মেয়েকে ধর্ষণ ও দেহ ব্যবসায় বাধ্য করায় মা, বাবা ও অপর একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ের বাবা, মা এবং বেলাল হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, আটঘরিয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই মেয়েটির বাবা-মা অপর একব্যক্তির যোগসাজসে মেয়েটিকে এ কাজ করতে বাধ্য করে। এক পর্যায়ে ১৪ বছরের ওই মেয়েটি নিরুপায় হয়ে পালিয়ে থানা পুলিশের শরণাপন্ন হলে বৃহস্পতিবার আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ (১)-৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী হয়েছে ভুক্তভোগী ওই মেয়েটির নানী। মামলার পর দুপুরে এক অভিযান চালিয়ে মেয়েটির বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক হোসেন বলেন, মামলার এক নাম্বার আসামি বেলাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।