Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, দেওয়া হয়েছে নতুন ওষুধ

শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন শায়রুল কবির খান

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১১:০৮ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শুক্রবার খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজিএম জাহিদ হোসাইন গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপার্সনের সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট পর্যবেক্ষণ করে তাকে নতুন ওষুধ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার বর্তমান অবস্থা এখন স্থিতিশীল।” খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা লন্ডন থেকে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান পর্যবেক্ষণ করছেন।বর্তমানে তিনি তার গুলশানের বাসভবন রয়েছেন। 

এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীও প্রতিঘণ্টায় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

এর আগে বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে সিটি স্ক্যানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, হাসপাতালে থেকে চিকিৎসা নিতে চান না ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

উল্লেখ্য, গত রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনাভাইরাস শনাক্ত হয়। সে সময় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।”  

খালেদা জিয়া ছাড়াও তার গুলশানের বাসভবন “ফিরোজা”তে আরও আটজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন।

   
Banner

About

Popular Links

x