করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুর কয়েকঘণ্টা আগে একটি কন্যাসন্তানের জন্মও দেন তিনি।
জানা গেছে, প্রায় ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রিফাত। তিনি ৭ মাসের সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী নাজমুল ইসলামও করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। গত বুধবার রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ভর্তি করা হয়। চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর কয়েকঘণ্টা পর মৃত্যু হয় তার। বর্তমানে তার সন্তানটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রয়েছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এর আগে গত বৃহস্পতিবার ৯৪ জন এবং বুধবার ৯৬ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।