Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

রবিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:২৪ পিএম

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

জানা গেছে, পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করেন। বর্তমানে  মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রাখা হয়েছে। ২০১৩ সালের একটি মামলায় মামুনুল হকের বিরুদ্ধে  গ্রেফতারি  পরোয়ানা রয়েছে। 

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীর সঙ্গে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন এবং মামুনুলকে ছিনিয়ে নিয়ে যান। সেসময় তিনি জানান, তার সাথে রিসোর্টে যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তিনি ওই নারীকে বিয়ে করেছেন। সেদিনের রিসোর্টে ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।

   

About

Popular Links

x