যশোর শহরে সোহাগ হোসেন নামের এক যুবককে কুপিয়ে-গলা কেটে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই সমরাজ হোসেন জানান, রাত ১২টার দিকে তিনি জানতে পারেন আমতলা ও কাজীপাড়ার মাঝামাঝি স্থানে সোহাগের রক্তাক্ত লাশ পড়ে আছে। তাকে কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই সোহাগের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, কী কারণে বা কারা ওই যুবককে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।