Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

এ নিয়ে টানা তৃতীয় দিন এ ভাইরাসে শতাধিক মৃত্যু দেখলো দেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৪:৩৩ পিএম

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৩৮৫ জনে।  একই সময়ে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩,৬৯৮ জনের শরীরে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে। 

রবিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ও শনিবার ১০১ জন করে মৃত্যুর কথা জানায় অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.০৬ শতাংশ এবং এ পর্যন্ত ১৩.৯১ শতাংশ। মৃত্যুরহার ১.৪৪ শতাংশ। সুস্থতার হার ৮৫.৫৩ শতাংশ।

করোনাভাইরাসেরসাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের দেওয়া ঘোষণা অনুযায়ী বুধবার থেকে সারাদেশে আটদিন ব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে।

চলমান টিকাদান কার্যক্রম

সরকার ফেব্রুয়ারির ৭ তারিখ হতে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশ করোনা মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ব্যবহার করছে,  যা ভারতের সেরাম ইন্সটিটিউট হতে সংগ্রহ করা হয়।

বিশ্ব পরিস্থিতি

রবিবার সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৯ হাজার ২৫ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৪৫৯ জনে।

   

About

Popular Links

x