Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

১৪ দলের কর্মী সম্মেলন আজ বিকালে

সম্মেলনে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০২ পিএম

আজ শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কর্মী সম্মেলন রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান যে, সম্মেলনে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এই সম্মেলন থেকে আগামী দিনগুলোতে ১৪ দলের কর্মসূচী নির্ধারিত হবে।  

প্রসঙ্গত, একই দিনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। তবে, পাল্টাপাল্টি কর্মসূচির একটি আশঙ্কা থাকায় ডিএমপির পক্ষ থেকে আগামীকাল (রবিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রবাংলা ট্রিবিউন।

About

Popular Links