Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইমরান এইচ সরকার আটক

আপডেট : ০৬ জুন ২০১৮, ০৯:৩২ পিএম

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী মানববন্ধন করার সময় তাকে আটক করা হয়। র‌্যাব-৩ অধিনায়ক এমরানুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমরানুল হাসান বলেনশাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি-প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গণজাগরণ মঞ্চের একজন নেতা জানানবুধবার বিকেলে শাহবাগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী মানববন্ধন করার সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তিনি আরও বলেনপরবর্তী সময়ে র‌্যাব-৩ সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দুটি পিকআপ ছিল।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেনআমরা কাউকে আটক করিনি। ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন চলছিল। সেখানে ইমরান এইচ সরকারও ছিলেন। তাকে আটক করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

   

About

Popular Links

x