Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

এক দিনে আরও ৯৫ মৃত্যু

দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জনে

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৫:০৭ পিএম

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে বলে বুধবার (২১ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪ হাজার ২৮০ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।

এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু এবং একই সময়ে ৪ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছে।

নতুন সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৪০৮টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫.০৭ এবং এ পর্যন্ত ১৩.৯৪ শতাংশ। মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। সুস্থতারহার ৮৬.৭৭ শতাংশ।

About

Popular Links