Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

মোট মৃত্যু ১০ হাজার ৯৫২ জনে পৌঁছেছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:১৫ পিএম

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে বলে শনিবার (২৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৩ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১০ হাজার ৯৫২ জনে পৌঁছেছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৪২  হাজার ৪০০ জনে পৌঁছেছে।

এর আগে শুক্রবার অধিদপ্তর জানায়, একদিনে ৮৮ জন মারা গেছে এবং ৩ হাজার ৬২৯ জন আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৩.১১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। মোট সুস্থ ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। মৃত্যুর হার ১.৪৮ শতাংশ।

   

About

Popular Links

x