গাজীপুরে এক গার্মেন্টসকর্মীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী থানায় মামলা দায়ের করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক ভুইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি নাজমূল হক ভুইয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন ওই তরুণী। সেখান থেকে স্থানীয় এক পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করেন তিনি। তার সঙ্গে পরিচয় হয় একই এলাকার সোহেলের (৩৩)। গত বৃহস্পতিবার রাতে কারখানা ছুটির পর বাড়ির উদ্দেশে রওনা দেন তরুণী। পথে তার সঙ্গে দেখা হয় সোহেলের। এ সময় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে সোহেল তার প্রাইভেটকারে উঠায়। কিন্তু বাড়িতে না নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে ওই তরুণীকে বাড়ির কাছের একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে ধর্ষণ করে সোহেল। এ সময় ওই নারী পোশাককর্মী পা ধরে কান্নাকাটি করলেও মন গলেনি সোহেলের। ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সোহেল।