ভারতের সঙ্গে সোমবার (২৬ এপ্রিল) থেকে স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই ঘোষণা ১৪ দিনের জন্য জারি থাকবে।
এর আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে বাংলাদেশের।
ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছে ২ হাজার ৬২৪ জন।