Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৭:৩৮ পিএম

সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

রবিবার (২৫ এপ্রিল) হেলাল উদ্দিন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি বলেন, “এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।”

এর আগে সরকারের পক্ষ থেকে আজ থেকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সিকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।  

   
Banner

About

Popular Links

x