Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আরও ৯৭ মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৩০৬

মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৪:০৫ পিএম

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে কমেছে মৃত্যু।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৭ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ১৫০ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৪৮  হাজার ৬২৮ জনে পৌঁছেছে।

এর আগে রবিবার অধিদপ্তর জানায়, এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০১ জন মারা গেছেন। ২ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২.৮২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। মোট সুস্থ ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

   

About

Popular Links

x