Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঘরের বাইরে গেলে দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ

বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১০:১৪ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজনে মানুষকে একসাথে দুটি মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) এক তথ্য বিবরণীতে জানানো হয়, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার।

এদিকে, চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন হতে। এক্ষেত্রে আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

   

About

Popular Links

x