Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের: ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়

‘মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না’

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১০:৩৩ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (২৬ এপ্রিল) বলেছেন, “মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়।”

কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি'র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।”

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  কাদের বলেন, “করেনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “জীবিকার আগে জীবন,তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।” 

করেনাভাইরাসের এই সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে - সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।

করোনাভাইরাসের এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন বলেও জানান তিনি।

   

About

Popular Links

x