Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন বাংলাদেশে ব্যবহারের অনুমতি

মে মাসের মধ্যেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ বাংলাদেশে আসবে

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৩:১১ পিএম

জরুরি ভিত্তিতে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির এক বৈঠক শেষে এ কথা জানান ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। 

মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে স্পুটনিক ভি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে। ফলে রাশিয়া থেকে টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই।

তিনি আরও জানান, মে মাসের মধ্যেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ বাংলাদেশে আসবে।


আরও পড়ুন - আগামী মাসেই’ আসছে ৪০ লাখ স্পুটনিক-ভি টিকা


উল্লেখ্য, ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির চুক্তি করা হলেও, তাদের ভ্যাকসিন রফতানিতে বিলম্ব ও ভারত সরকারের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারির জন্য অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের টিকা কার্যক্রম। এসকল সমস্যা নিরসনে গত ২০ এপ্রিল ৮ সদস্যের একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রী কার্যালয়।

পরবর্তীতে কমিটির সদস্যরা রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোফার্ম  ভ্যাকসিন ব্যবহারের জন্য সুপারিশ করে সোমবার তাদের সুপারিশপত্র প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠায়।

   

About

Popular Links

x