Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে স্বাস্থ্যপরীক্ষার জন্য  তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:২৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১১ এপ্রিল করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। তবে টানা ১৩ দিন  করোনাভাইরাস আক্রান্ত থাকার পর গত শনিবার পুনরায় তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে সেসময়, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানান তার চিকিৎসকরা।  

গণমাধ্যমসূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুনও তার সঙ্গে রয়েছে। 

হাসপাতালে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আবেদন করা হয়েছে। এর আগে ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটিস্ক্যান করাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

About

Popular Links