Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মুনাজ

আপডেট : ০৬ জুন ২০১৮, ০৯:৪৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বুয়েটের পুরকৌশল বিভাগের এই অধ্যাপক এর আগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস চ্যান্সেলর ছিলেন।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে চারবছর মেয়াদে দায়িত্ব পেলেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদের আগেও তাকে অব্যাহতি দিতে পারবেন।

ভিসি হিসেবে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন ও পদ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অবস্থান করবেন।

   

About

Popular Links

x