Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে আরও ৭৭ মৃত্যু, শনাক্ত ২,৯৫৫

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৩০৫ জনে, অন্যদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৫৩ হাজার


আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৪:৩৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১,৩০৫ জনে। 

এছাড়া একই সময়ে নতুন করে আরও ২,৯৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে

এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানায়, এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জন মারা গেছেন এবং ৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১০.৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯২ জন। মোট সুস্থ ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৩৯০ জনে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৩১ হাজার ৬৬০ জনে।


   

About

Popular Links

x