Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

৫ মে পর্যন্ত বন্ধ থাকছে গণপরিবহণ

বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে বলে এক আদেশে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪৮ পিএম

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধই থাকছে। 

বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে বলে এক আদেশে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।  

আদেশে বলা হয়েছে, এসময় সব ধরনের সড়ক পরিবহন চলাচল বন্ধ থাকলেও আইন শৃঙ্খলা ও জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে রয়েছে কৃষি উপকরণ, খাদ্য দ্রব্য, খাদ্যশস্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও কোভিড টিকাদানে নিয়োজিত যানবাহন চলাচল কোনো বাধা থাকবে না। 

এছাড়া বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, ফায়ার সার্ভিস, ডাকসেবার কাজে নিয়োজিত এবং গণমাধ্যমে কর্মরতদের যানবাহনও চলতে পারবে। 

   

About

Popular Links

x