Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: আরও কমলো শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে

আপডেট : ০২ মে ২০২১, ০৪:৩৫ পিএম

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু আরও বেড়েছে, তবে শনাক্ত কমেছে বলে রবিবার (২ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসে আরও ৬৯ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু ১১ হাজার ৫৭৯ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে।

এর আগে শনিবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছেন এবং ১ হাজার ৪৫২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৯.৬০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। মোট সুস্থ ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। সুস্থতার হার ৯০ দশমিক ২১ শতাংশ। মৃত্যুর হার ১.৫২ শতাংশ।

 

About

Popular Links