Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে আরও ৫০ মৃত্যু, শনাক্ত ১,৭৪২

ফলে দেশে মোট মৃ্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৭৫৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে

আপডেট : ০৫ মে ২০২১, ০৪:১৪ পিএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৭৪২ জন। ফলে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১,৭৫৫ জনে এবং এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জাননো হয়, ২৪ ঘণ্টায় ২০,২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। যা শনাক্তের হার ৮.৫৯%। একইসময় এ ভাইরাস থেকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৪৩৩ জন। মোট সুস্থ ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯১.০২ %। মৃত্যুর হার ১.৫৩%।

এর আগে মঙ্গলবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬১ জন মারা গেছেন এবং ১ হাজার ৯১৪ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্ব পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রায় আট লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একদিনে আরও প্রায় ১৪ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এনিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ২৩ হাজার ৫১৯ জন।

About

Popular Links