Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

শোকে বাবার জলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে!

করোনাভাইরাসে মারা যাওয়া দামোদর দাসের মরদেহ দাহ করার সময় হঠাৎ বাবার চিতায় ঝাঁপ দেন তারই ছোট মেয়ে

আপডেট : ০৫ মে ২০২১, ০৯:৩৪ পিএম

করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল বাবার। শেষ সময়ে বাবার পাশেও থাকতে পারেননি মেয়ে। এই মৃত্যু শোক সামলে উঠতে পারেননি তিনি। তাই হঠাৎ বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছেন মেয়ে। 

মঙ্গলবার (৪ মে) ভারতের রাজস্থানের বারমার জেলার এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদন জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, রাজস্থানের বারমার জেলার বাসিন্দা ছিলেন ৭৩ বছরের দামোদর দাস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দামোদর দাসের মরদেহ দাহ করার সময় হঠাৎ বাবার চিতায় ঝাঁপ দেন তার ছোট মেয়ে। কিন্তু শ্মশানে উপস্থিত অন্যরা তাকে চিতা থেকে বের করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

পুলিশ জানিয়েছে, ওই নারীর দেহের ৭০ শতাংশ পুড়ে গেছে। 

স্থানীয়রা জানান, দামোদরদাসের তিন মেয়ে। তার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিলেন। তা নিয়ে আগে থেকেই শোকাতুর ছিল পুরো পরিবার। তার উপর বাবার মৃত্যু শোক সামলে উঠতে পারেনি মেয়ে। এতে আবেগী হয়ে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। 

পুলিশ আরও জানায়, বাবার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য রীতিমতো জেদ করেছিলেন মেয়ে।

About

Popular Links