Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের ওপর মালয়েশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি

আপডেট : ০৬ মে ২০২১, ১১:৫৯ এএম

বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে মালয়েশিয়া সরকার। বুধবার (৫ মে) এমনটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

শুধু বাংলাদেশই নয় শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানের ওপরও এ নিষেধাজ্ঞা দিচ্ছে দেশটি।

ইতোম্যেধই দেশটি ভারতের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণা করা হচ্ছে, ভারতের নিকট প্রতিবেশী হওয়ার কারণেই বাংলাদেশসহ অন্য দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে তারা।

প্রসঙ্গত, দেশটি গত ২৪ ঘণ্টায় মোট ৩,৭৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটি এ পর্যন্ত মোট ৪,২৪,৩৭৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

   

About

Popular Links

x