Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: একদিনে আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ১৫১৪

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে

আপডেট : ১০ মে ২০২১, ০৪:৩১ পিএম

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। সোমবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে একদিনে আরও ৩৮ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৯৭২ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনে পৌঁছেছে।

এর আগে রবিবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৫৬ জন মারা গেছেন এবং ১ হাজার ৩৮৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৯৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। মোট সুস্থ ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ। মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।

About

Popular Links