Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে ১৬ কোটি মানুষের শরীরে আঘাত হেনেছে করোনাভাইরাস

এই ভাইরাসে মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৮২৩ জন

আপডেট : ১৩ মে ২০২১, ০৩:১০ পিএম

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৮৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৮২৩ জন।

করোনাভাইরাস সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৫৭৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬২ হাজার ৬৮৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ল্যাটিন আমেরিকার এই দেশটি। করোনাভাইরাস মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে বেশি মৃত্যু দেখতে পায় ব্রাজিল।

অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনাভাইরাস প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন এবং মারা গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

About

Popular Links