Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন নাজমুল হুদা

সোববার (১ অক্টোবর) এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে বিদেশে বাড়ি ক্রয় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার বিষয়টিও সামনে এল।

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০৬:৫১ পিএম

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। গত ২৭ সেপ্টেম্বর তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নাজমুল হুদা মামলাটি করেছেন। মামলাটি এখন দুদক তদন্ত করবে।”

সোববার (১ অক্টোবর) এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে বিদেশে বাড়ি ক্রয় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার বিষয়টিও সামনে এল। 

এক সময় বিএনপির শীর্ষ নেতা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুল হুদা বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি কয়েক বছর আগে বিএনপি ছেড়ে প্রথমে বিএনএফ গঠন করেন। এরপর  তৃণমূল বিএনপি নামে নতুন দল গঠন করেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার চেষ্টায় রয়েছেন নাজমুল হুদা। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চান।

About

Popular Links