Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছোলা-মুড়ি খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

ওই শিশু ও তার ছোট বোনকে বাসায় রেখে ঈদের জামাকাপড় কিনতে যায় তার মা

আপডেট : ১৩ মে ২০২১, ০৫:৪৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছোলা-মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে জেলে পরিবারের ওই শিশু ও তার ছোট বোনকে বাসায় রেখে ঈদের জামাকাপড় কিনতে যায় তার মা। এ সুযোগে একই এলাকার তিন সন্তানের জনক ইউসুফ ফকির শিশুটিকে ছোলা-মুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি মাছ ধরা নৌকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে পালায় ইউসুফ।

এখনো পর্যন্ত অভিযুক্ত ইউসুফ গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

   

About

Popular Links

x