Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

উপহারের থেকে ৩০ হাজার ডোজ টিকা চেয়েছে চীন

বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত

আপডেট : ১৪ মে ২০২১, ০৬:২৫ পিএম

বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের দেশটির পক্ষ থেকে উপহারের পাঁচ লাখ টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছে তারা, এমনটিও জানানো হয়েছে ওই চিঠিতে।

 এ বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমোদন চায় চীন বলেছে, যখন উপহারের টিকা ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পৌঁছাবে, তখন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করবে।

চিঠিতে বলা হয়েছে, উপহারের বাকি ৪ লাখ ৭০ হাজার টিকা দুবার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে।

এরপরের ধাপের টিকা উৎপাদনে যেতে একটু সময় লাগবে বলেও জানানো হয় ওই চিঠিতে।

   

About

Popular Links

x