ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) দিবাগত রাত ৯ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার হরিসোনা গ্রামের একটি বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে বিকেলে ওই পুকুরে গোসল করতে গিয়ে নিঁখোজ হয় তারা।
মৃত আফসানা আক্তার (১৪) ও জান্নাত আক্তার (৮) ওই গ্রামের বাসিন্দা ও ঢাকায় চাকুরীজীবি মিলন সরদারের মেয়ে।
গৌরনদী থানার উপ পরিদর্শক সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে ২-৩ দিন পূর্বে গৌরনদীতে দাদা ইদ্রিস সর্দারের বাড়ি বেড়াতে যায় তারা। সেখান থেকে হরিসোনায় ফুফু আসমা বেগমের বাসায় বেড়াতে যায় এবং বিকালে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু।
এরপর খোঁজাখুঁজির পর রাত ৯টায় তাদের লাশ উদ্ধার করা হয়।