বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১২।
বুধবার (২০ মে) রাতে মহাস্থানগড় এলাকা থেকে বিষ্ণুমূর্তি উদ্ধারের সময় রিজা মিয়া (৪০) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার রাতে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ থানার মহাস্থানগড়ে একরাম হোসেনের বাড়ির পাশে অভিযান চালানো হয়। এ সময় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এসময় চোরকারবারী দলের সদস্য ওই এলাকার মৃত ইয়াসিন আলী ফকিরের ছেলে রিজা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক সম্পদটি পাচারের প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার রিজা মিয়াকে মূর্তিসহ শিবগঞ্জ থানায় সোপর্দ ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।