গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে কমপক্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)।
কারখানার কর্মচারী রহীম জানান, সকালে কারখানায় এসে কাজ শুরু করেন তিনি। পৌনে ১২টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে ১৫ থেকে ২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ন্যাশনাল ফ্যান কারখানা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিস্ফোরণে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধারে কাজ করেছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।