Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল ৩০০ মরা মুরগী

একটি ফার্ম এসব মরা মুরগী বস্তায় ভরে বাজারে নেওয়া হয়েছিল

আপডেট : ২৩ মে ২০২১, ০৫:১৯ পিএম

ভোলার চরফ্যাসন উপজেলায় বিক্রির জন্য ড্রেসিং করার সময় ৩০০টি মরা মুরগীসহ রাসেল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২২ মে) রাত ১০টার দিকে চরফ্যাসন বাজারের মুরগী পট্টিতে অভিযান চালিয়ে তাকে আটক ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল চরফ্যাশন উপজেলার আবু বক্কর পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. শহীদের ছেলে।

রিপন বিশ্বাস জানান, শ‌নিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে ওই যুবক আবু বক্করপুর এলাকা থে‌কে ভ‌্যা‌নে ক‌রে ৩০০ পিস (প্রায় ৫০০ কে‌জি) মরা মুরগী বি‌ক্রির উদ্দেশে এনে চরফ‌্যাশনের মুরগী প‌ট্টি‌তে এক‌টি মুরগীর দোকা‌নে ড্রেসিং কর‌ছিল। ওই সময় গোপন সংবাদ পে‌য়ে আমি ও চরফ‌্যাশন পৌরসভার মেয়র এইচ এম মো‌র্শেদ, কাউন্সিলর আক্তারুল আলম সামুসহ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করি। 

তিনি বলেন, আটক যুবক তার অপরাধ স্বীকার ক‌রেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে তাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ড প্রদান করা হয়।

   

About

Popular Links

x