আজ মঙ্গলবার (২৫ মে) অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার জন্মদিন। বিশেষ দিনে অভিনব কায়দায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী সৃজিত মুখার্জি।
মঙ্গলবার রাত ১টা ৩৭ মিনিটে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন রাফিয়াথ রশিদ। হে জন্মদিনের সাথী, চিরকাল চিরযৌবনা থেকো!’জন্মদিন উপলক্ষে মিথিলার সঙ্গে ভিডিও কলে কথা শেষ করে এভাবেই শুভেচ্ছা জানান তিনি।
করোনাভাইরাস মহামারির কারণে মিথিলা রয়েছেন ঢাকায়, আর সৃজিত রয়েছেন কলকাতায়। ফলে এবারের মা-বাবার সঙ্গেই বিশেষ দিনটি কাটছে তার।
অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার একটি মেয়ে রয়েছে। মিথিলা অভিনয়ের বাইরে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছেন।