Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় আরও ২৯ চীনা নাগরিকের করোনাভাইরাস শনাক্ত

‘আক্রান্ত চীনা নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে’

আপডেট : ২৫ মে ২০২১, ১০:৫৬ পিএম

খুলনা বিদ্যুৎকেন্দ্র অভ্যন্তরে নির্মিতব্য ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে কর্মরত চীনা নাগরিকদের আরও ২৯ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে এই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন। খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

খুলনার সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ বলেন, গত সোমবার (২৪ মে) আক্রান্ত ৬৩ জন চীনা নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তাদের মধ্যে ৩৪ জন করোনা নেগেটিভ হয়। বাকী ২৯ জন পজেটিভ হয়েছেন। নিয়মিত তাদের খোঁজ রাখা হচ্ছে। আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানা গেছে, সোমবার খুলনা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে কর্মরত আরও ৬৩ জন চীনা নাগরিকের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার তাদের রিপোর্টে পাওয়া যায়। সেখানে ২৯ জন করোনাভাইরাস পজেটিভ হন। বাকী ৩৪ জনের রিপোর্ট নেগটিভ আসে। এর আগে গত ২০ মে আরও ৩ জনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছিল। তিন ধাপে নমুনা পরীক্ষায় ৫৬ জন নেগেটিভ হয়েছেন।


আরও পড়ুন - খুলনা বিদ্যুৎকেন্দ্রে ৬৬ চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত


খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মো. ইকবাল হোসেন জানান, আক্রান্ত চীনা নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আক্রান্ত কেউই বাইরে বের হতে পারছেন না।

উল্লেখ্য, খুলনার এই বিদ্যুৎ প্রকল্পে ১৮৫ জন চীনা নাগরিক কর্মরত আছেন। ১৮ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনাভাইরাস পজিটিভ ছিলেন। এর মধ্যে ১৯ জন পরবর্তী পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

About

Popular Links