গাজীপুরের কালিয়াকৈরে ‘পরকীয়া’ প্রেমের জেরে ধর্ষণের পর গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) বিকালে সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ফুলবাড়িয়ার বাশাকৈর গ্রামে এ ঘটনা ঘটেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মনোয়ার হোসেন চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, “এক বছর আগে রাসেলের সাথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজাহার মিয়ার কন্যার বিয়ে হয়। বিয়ের পর দুজন কালিয়াকৈর উপজেলার বাশাকৈরে ভাড়া থাকতে। সেখানেই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুইল্লা গ্রামের রাফির সাথে ওই গৃহবধূর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার (২৫ মে) বিকালে প্রেমিক রাফি বাশাকৈরে মামার বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন রাতে রাফি গৃহবধূকে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর পাশের বাড়ির একটি সেফটিক ট্যাংকে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।”
সকালে রাফির মামা বাড়ির উঠানে রক্ত আর পায়ের চিহ্ন দেখে সেফটিক ট্যাংকে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মনোয়ার হোসেন চৌধুরী আরও জানান, “নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসৃপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাসেলসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে আরিফ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার (২৭ মে) আদালতে পাঠানো হবে।