Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৮০ জনে দাঁড়িয়েছে

আপডেট : ২৭ মে ২০২১, ০৪:৪৬ পিএম

মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে শনাক্ত কমেছে, তবে মৃত্যু বেড়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪৮০ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে।

এর আগে বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন যা গত ৬৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ মার্চ করোনাভাইরাসে ১৬ জন মারা গিয়েছিল। এছাড়া ১ হাজার ৪৯৭ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.১২%। নতুন করে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৭%। মৃত্যুর হার ১.৫৭%।

About

Popular Links