Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘শাসন করতে গিয়ে’ মেয়েকে আগুনে পুড়িয়ে মারলেন মা!

বৃহস্পতিবার অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করে পুলিশ

আপডেট : ২৮ মে ২০২১, ০৮:২৭ পিএম

গাজীপুরে শাসন করতে গিয়ে নিজ মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ মে) নিহতের বাবা মামলা দায়ের করলে বাসন থানা পুলিশ অভিযুক্ত মা হেলেনা বেগমকে গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ফারুক জানান, বজলুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কোরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন মা হেলেনা। এসময় ওই বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। ততক্ষণে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বিজলীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মে) দুপুরে বিজলী মারা যায়।

   

About

Popular Links

x