রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৯ মে) ভোরে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি ৩৯ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করেন।
মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে নিলাম থেকে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, “এই বাঘাইড় মাছটি আমি ১২৫০ টাকা কেজি দরে কিনে ১৪০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪৪ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।”
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাঘাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।