ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত তিনদিন দেশব্যাপী গরম কিছুটা কমে গেলেও শনিবার (২৯ মে) সকাল থেকেই আবারও বেড়েছে গরম। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে, দেশব্যাপী দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহের কয়েকটি স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু–একট স্থানে জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে সিলেটে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলেও জানায় তারা।