Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীতে কোভিড রোগী পেলে পুরো বাড়ি লকডাউন

এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন

আপডেট : ৩১ মে ২০২১, ০২:৫৬ পিএম

নোয়াখালীতে ঈদুল ফিতর পরবর্তী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। এর জের ধরে প্রতিটি উপজেলায় বাসাভিত্তিক লকডাউন শুরু করা হয়েছে। 

সোমবার (৩১ মে) জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য জানান। 

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। জেলায় কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, "জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটির সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে।"

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬১ জন, বেগমগঞ্জে ১২ জন, কোম্পানীগঞ্জে নয়জন, চাটখিলে সাতজন, সেনবাগে ছয়জন,  সোনাইমুড়ীতে চারজন, কবিরহাটে একজন ও সুবর্ণচরে একজন রয়েছেন। 

জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন ও আইসোলেশনে আছেন ১২ জন।

About

Popular Links