রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে তার আইফোন ছিনতাই হওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী নিজেই।
তিনি বলেন, "রবিবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফেরার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হুট করে একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।"
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, "গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পনা কমিশন থেকে বিজয় সরণি যাচ্ছিলেন মন্ত্রী। গাড়ির জানালা খোলা ছিল। সেসময় ফোনটি ছিনতাই হয়। তবে এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।" এ ঘটনায় পুলিশ মামলা করছেন বলেও জানান তিনি।