Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৮:০৫ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন শরীফকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান নিশ্চিত করে, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। 

ইউএনবি-এর বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন বাকেরগঞ্জের কাজলাকাঠি গ্রামের খালেক শরীফের ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, “সৈনিক আল আমিন শরীফ সাত খুন মামলায় তিন নম্বর আসামি। ওই ঘটনায় দায়ের করা দুই মামলার মধ্যে অপহরণের অভিযোগে তাকে ৩৪ বছরের কারাদণ্ড এবং হত্যা করে গুমের অপরাধে মৃত্যুদণ্ড দেয় আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”


   

About

Popular Links

x