Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের সিনোভ্যাক

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়

আপডেট : ০৬ জুন ২০২১, ১১:৪৩ এএম

দেশে করোনাভাইরাস প্রতিরোধক চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির তৈরি ‘করোনভ্যাক’ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে  অনুমোদন দিয়েছে সরকার।

রবিবার (৬ জুন) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

‘করোনভ্যাকের’ বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এম/এস ইনসেপ্টা ভ্যাক্সিন লিমিটেড। প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহৃত এই করোনা ভ্যাকসিন ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।

ঔষধ প্রশাসনের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা কর্তৃপক্ষ গত ৯ ফেব্রুয়ারি এই ভ্যাক্সিনটির অনুমোদন দেয়। বর্তমানে বিশ্বের ২২টি দেশে এই কোভিড-১৯ টিকার ব্যবহার হচ্ছে।

করোনভ্যাক বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনপ্রাপ্ত করোনার পঞ্চম ভ্যাকসিন।

এই ভ্যাকসিনটির দু’টি ডোজ দেয়া হবে। উল্লেখ্য যে, এই ভ্যাকসিনের প্রথম ডোজের দুই থেকে চার সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ দেয়া যাবে।

এর আগে চীন সরকারের উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের করোনা টিকা গত ১২ মে বাংলাদেশে এসে পৌঁছায়।


   

About

Popular Links

x