Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধুর পলাতক ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল

চারজনের খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

আপডেট : ০৬ জুন ২০২১, ০৬:৩৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করেছে সরকার।

এ চারজন হলেন-শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন খান, এ এম রাশেদ চৌধুরী ও এসএইচএমএইচএমবি নূর।  

রবিবার (৬ জুন) ওই চারজনের খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

নূর চৌধুরী "বীর বিক্রম", শরিফুল হক ডালিম "বীর উত্তম", রাশেদ চৌধুরী "বীর প্রতীক" এবং মোসলেহ উদ্দিন খান "বীর প্রতীক" খেতাবধারী ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ অন্যান্য শহিদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত ও আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘৃণ্য এই চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক। সেজন্য এ গেজেট বাতিল করা হয়েছে।"

About

Popular Links