Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: রামেক হাসপাতালে থামছেই না মৃত্যু মিছিল

গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৮ জুন ২০২১, ১১:৩৬ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে যে থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই আশঙ্কাজনক হারে মারা যাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা। হাসপাতালটির করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত আটজনের মধ্যে তিনজনের করোনাভাইরাস পজিটিভ ছিল। বাকি পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং পাবনার একজন রোগী ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মোট ২৫৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ১২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০২ জন, নওগাঁর নয়জন, নাটোরের ১১ জন, পাবনার চারজন, কুষ্টিয়ার তিনজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন।

এদিকে এর আগে রবিবার (৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে রামেক হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়।

About

Popular Links