Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রামেকে কোভিড ও উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ১ জুন থেকে ৯ জুন সকাল পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন

আপডেট : ০৯ জুন ২০২১, ১২:৫৪ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড ও এর উপসর্গে আরও ৮জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২২৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত আটজনের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল। অন্য চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। কোভিড পজিটিভ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়িই রাজশাহী। আর একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর আরও দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন মারা গেছেন। 

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত আট দিনে (১ জুন থেকে ৯ জুন সকাল পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন। এর মধ্যে ৪৯ জনই কোভিড শনাক্ত হওয়ার পর মারা গেছেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ১ জুন, ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন এবং সর্বশেষ ৯ জুন আটজন মারা যান।


   

About

Popular Links

x